অবতক খবর,৫ সেপ্টেম্বর: আজ শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে বিশেষ ভাবে পালিত হয় এই দিনটি।

শিক্ষক দিবস উপলক্ষে আজ কাঁচরাপাড়া মান্ধারী হাই স্কুলে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষককে সম্মান এবং সংবর্ধনা জানানো হয়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী,কাঁচরাপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুদামা রায়, শিক্ষক আলোকময় লাহিড়ী, টাউন সভাপতি খোকন তালুকদার, বিশিষ্ট তৃণমূল নেতা দিলীপ ঘোষ সহ মান্ধারী স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার সিং।

বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীকে মেমেন্টো দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তারা বলেন, বীজপুরকে শান্ত রাখার পেছনে বিধায়ক অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ আমরা দেখেছিলাম ২০১৯-এ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বীজপুর তথা গোটা পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে উঠেছিল। কিন্তু বিধায়ক পদে আসীন হওয়ার পর তিনি যেভাবে বীজপুরকে শান্ত রেখেছেন, মানুষ হাসিখুশি রয়েছেন তাতে তাঁর ভূমিকার সত্যিই অনস্বীকার্য। আর সেই কথা মাথায় রেখেই আজ তাকে আমরা সম্মান এবং সংবর্ধনা জানাচ্ছি।

অন্যদিকে এ প্রসঙ্গে বিধায়ক সুবোধ অধিকারী বলেন, এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং এই জায়গা থেকে সম্মান পেয়ে আমি আপ্লুত। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় আছেন। তিনি তাদের সকল সুবিধা অসুবিধা দিকে লক্ষ্য রাখেন। আর এই কারণেই আমরা তাঁর প্রতি গর্ববোধ করি। আগামীতে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর তাতে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ‌

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা জানান, বিধাককে পাশে আমরা অত্যন্ত খুশি।