অবতক খবর,৫ সেপ্টেম্বর: সারা দেশ জুড়ে ৫ই সেপ্টেম্বর যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করা হচ্ছে।সেই অনুসারে পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক দিবস পালন হয়। এদিনে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী ও বিধায়করা ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাণী ও ক্ষুদ্র শিল্পের মন্ত্রী স্বপন দেবনাথ,গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, খাদ্য রাষ্ট্র প্রতি মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি,বিধায়ক ও শিক্ষক মণ্ডলী ও প্রাথমিক শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক দিবস উপলক্ষ্যে মন্ত্রীরা ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মৃতিচারণা করে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত নতুন শিক্ষক ও প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

পাশাপাশি বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোক মঞ্চে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস অনুষ্ঠান।
এদিন বিধায়ক খোকন দাস বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকাদের সম্বর্ধনা জানান।
কার্যতঃ এদিন তিন মন্ত্রীর উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শিক্ষার গুরু হিসেবে বিশেষ আলোকপাত করেন,এছাড়া ভালো মন্দ নিয়ে কড়া ভাষায় শিক্ষক ও শিক্ষিকাদের বিঁধলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।