অবতক খবর,৫ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ টেণ্ডার দূর্ণীতি কাণ্ডের প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জীর সাকদেরদ রামশঙ্কর মহান্তী ওরফে খোকনের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। রবিবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

সরকারী আইনজীবি ইন্দ্রণারায়ণ বিশ্বাস এই খবর জানিয়ে বলেন, রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে পুলিশ নিজেদের হেফাজতে রাখাকালীন ৩ টি সোনার বিস্কুট, ৪১ রকমের গহনা সহ প্রায় ৩ কেজি ওজনের সোনা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লক্ষ টাকা। এই অবস্থায় এই ঘটনায় অন্যান্য ধৃতদের আগামী ৯ সেপ্টেম্বর ফের আদালতে তোলার দিনই রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকেও আদালতে তোলা হবে বলে তিনি জানান।