নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৮ ডিসেম্বর :: পশ্চিম মেদিনীপুর :: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের প্রতিটি জেলার বিধানসভা ভিত্তিক অবস্থান ধর্না কর্মসূচি পালন করলো তৃণমূল। NO _ NRC, NO _ CAA এই দাবিকে সামনে রেখে জেলার সমস্ত বিধানসভার সাথে এদিন মেদিনীপুর বিধানসভা এলাকাতেও ধর্না অবস্থান করা হয়।
এদিন শহরের LIC মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্না মঞ্চ করে অবস্থান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, প্রাক্তন, তৃণমূল শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভাপতি মৌ রায়, শ্রমিক ইউনিয়নের নেতা শশধর পলমল, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শালবনী ব্লকে বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনূ কোয়ারী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খড়গপুর গ্ৰামীন বিধায়ক দীনেন রায়, ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরির নেতৃত্বে মোহনপুর চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্তর নেতৃত্বে কেশপুর বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।