অবতক খবর,৬ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারের সরকার প্রকল্পের দ্বিতীয় ক্যাম্প বসেছে।সেখানে পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার শিল্পী দ্বারা দুয়ারে সরকারের ক্যাম্পে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।
যেমন কন্যাশ্রী,যুবশ্রী, ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ লক্ষ্মীর ভান্ডার। একাধিক প্রকল্পের নাটকের মাধ্যমে প্রচার পর্ব চলছে।

গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রইস উদ্দিন জানান, সাধারণ মানুষ নিজের কাজ নিজে এসে করতে পারছে সবচেয়ে কৃষিবিদ স্বাস্থ্য সাথী লক্ষী ভান্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের প্রচার করছেন।

স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অজস্র ধন্যবাদ।
তিনি বলেন, যদি সরকার পারে আরো একবার এই ক্যাম্প করলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং তিনি বলেন, স্থানীয় বিডিও বলবেন যাতে আরো একবার ক্যাম্প করা হয়। যারা ছাড়া পড়েছে তারা যাতে করে নিতে পারে। তিনি আরো বলেন, এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি শাখার ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে যদি কারো একাউন্ট এর প্রয়োজন হয় এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে থেকে তারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন