অবতক খবর,৭ সেপ্টেম্বর: চোপড়া থানার চিতলঘাটার বালি খাদানে অভিযান চালায় জেলাশাসকের নেতৃত্বে আধিকারিকের দল। হঠাৎ করে জেলাশাসকের অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

বর্ষার সময় সমস্ত রকমের বালি, পাথর তোলার কাজ সরকারি ভাবে বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছে, তা সত্ত্বেও এই এলাকা থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ আসে। মঙ্গলবার সকালে তাই আমরা পরিদর্শনে আসি বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

সেই সাথে এই এলাকার মহানন্দা নদীর বাঁধও পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে চিতলঘাটা এলাকার বালি তোলার কাজ বন্ধ থাকায় প্রচুর মানুষ কাজ হারিয়েছে। এলাকার বাঁধের অবস্থাও শোচনীয়। জেলাশাসকের কাছে অনুরোধ করছি যেন মহানন্দা নদীর বাঁধ মেরামতির ব্যবস্থা করেন।