অবতক খবর,৮ সেপ্টেম্বর,বাঁকুড়া:- গুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্রায় প্রতিদিন কেউ বা কারা ফেলে যাচ্ছে হাসপাতালের বর্জ্য পদার্থ। আর এই ঘটনায় করোনাকালে চরম আতঙ্কে সংশ্লিষ্ট এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে খবর,বাঁকুড়া শহর সংলগ্ন কাটজুড়িডাঙ্গা- মানকানালী এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, ছাত্র ছাত্রী যাতায়াত করেন। আর গত কয়েক দিন ধরে প্রায় এক কিলোমিটার রাস্তা পেরোতে গিয়ে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে তাদের। কারণ রাতের অন্ধকারে কেউ বা কারা বস্তাবন্দী হাসপাতালের বর্জ্য পদার্থ এখানে ফেলে যাচ্ছে। চলতি করোনাকালে এই ঘটনায় মানুষের আতঙ্ক বাড়ছে বৈ কমছেনা।
স্থানীয় বাসিন্দা তমোঘ্ন সিনহা, বিকাশ ঘোষ, স্কুল ছাত্র সূর্য রানা বলেন, করোনাকালে এই ঘটনায় আমরা চরম আতঙ্কিত। প্রতিদিন এই পথ দিয়ে একাধিকবার আমাদের যাতায়াত করতে হয়। এই অবস্থায় হাসপাতালের এই সব বর্জ্য পদার্থ দ্রুত সরানোর দাবি তারা জানিয়েছেন।