অবতক খবর,১০ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: বিশালাকার গণেশ মূর্তি দিয়ে পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। শহরের চার নম্বর ঘুমটিতে হচ্ছে এই পুজো। গনেশ চতুর্থীতে জলপাইগুড়ি জেলার মধ্যে সবচেয়ে বড় পুজোর আয়োজন করেছে জলপাইগুড়ির ভূপতি গ্রুপ।
এলাকারই কিছু যুব সদস্যরা এবার নিয়ে তৃতীয়বার এই পুজোর আয়োজন করেছেন। শহরের চার নম্বর ঘুমটির পুরানো মসজিদের পাশে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তারা জানান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে এই গনেশ পুজো। জাকজমকপূর্ণ পুজোতে বাধা এবার করোনা। তা সত্ত্বেও জেলার সেরা এই পুজোতে আয়োজনের কোনও ত্রুটি নেই।করোনাকালের জন্য পুজোর আয়োজনে কাটছাট করে কিছু টাকা সামাজিক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন ভুপতি গ্রূপের সদস্যরা।