অবতক খবর ::অনুপ কুমার মন্ডল-নদীয়া::পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী আইন এনআরসি এবং সি এ এ এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষ ব্যাপী যে আন্দোলন তার রূপ দিতে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় অভিষেক ব্যানার্জীর নির্দেশে এবং রানাঘাট লোকসভা কেন্দ্রিক জেলার সাংগঠনিক সভাপতি মাননীয় শংকর সিংহ মহাশয়ের নির্দেশে বীরনগর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুবনেতা অরিন্দম কুন্ডুর নেতৃত্বে বীরনগর শহরে এক মহা মিছিল এবং পথসভা তৎসহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় স্বপন কুমার দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন বীরনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাননীয় শুভজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া সবিতা দাস মহোদয়া। উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া শ্যামলি বিশ্বাস মহোদয়া এবং 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়। সর্বোপরি উপস্থিত ছিলেন বীরনগর পৌরসভার উপ পৌর পিতা মাননীয় গোবিন্দ চন্দ্র পোদ্দার মহাশয়। বীরনগর বড়বাজার হইতে স্টেশন বাজার পর্যন্ত মিছিল সম্পন্ন হয় এবং পরবর্তীতে বীরনগর স্টেশন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন যুবনেতা অরিন্দম কুন্ডু, মহিলা সভানেত্রী সবিতা দাস মহোদয়া, দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলি বিশ্বাস মহোদয়া, বীরনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়, বীরনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় এবং বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় স্বপন কুমার দাস মহাশয়।