অবতক খবর,১৩ সেপ্টেম্বর,শান্তিপুর,নদীয়া: মধ্য রাতে পরপর দুটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হল দুটি বিষধর কালাচ সাপ রীতিমতো আতঙ্কে ঘুম উড়ে যায় গৃহস্থ পরিবারের সদস্যদের।

উল্লেখ্য, গতকাল মধ্য রাতে শান্তিপুর বাগ দেবীপুর এলাকার একটি গৃহস্থবাড়ির শোবার ঘরের ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একটি বিষধর কালাচ সাপ। দেখা মাত্রই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। ফোন করা হয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে অনুপম সাহা, এরপর বস্তাবন্দি করে নেয়। তারপরই মাত্র এক ঘণ্টার ব্যবধানে শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির ভেতরে ঢুকে পড়ে বিষধর কালাচ সাপ। একইভাবে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে।

এ বিষয়ে উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর কালাচ সাপ দুটিকেই উদ্ধার করা হয়েছে। এখন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। স্বভাবতই একই রাতে পরপর দুটি গৃহস্থ বাড়ি থেকে দুটি বিষধর কালাচ সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় গোটা শান্তিপুর জুড়ে। কারণ প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক বিষধর সাপ, রাতের বেলাতেই বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়াতে আতঙ্কে রাতের ঘুম উড়েছে শান্তিপুরবাসীর।