অবতক খবর,১৩ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার গোয়ালপুকুর ব্লকের পান্জিপারা এলাকায় কিষান সংযুক্ত মোর্চার ডাকে আগামী ২৭ তারিখ ভারত বনধের যে ডাক দেওয়া হয়েছে তারই সমর্থনে পান্জিপারা বাজারে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সমাবেশে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সংযুক্ত অভিক সাহা।
তিনি জানান, ২৭ তারিখ ভারত বনধ হচ্ছে, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হবে। তারা যেন এই ভারত বনধ সমর্থন করেন। কেরালার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বনধকে সমর্থন করবে তাঁর বিশ্বাস।
তিনি বলেন, সামনেই ধানের মরশুম।পশ্চিমবঙ্গ সরকার যে নির্ধারিত মূল্য ধার্য করেছে ধানের জন্য, তা বলবৎ হচ্ছে না আমলাদের কারণে। সেটা যেন বলবৎ হয় সেই বিষয়েও দেখবেন। এরপর ভূট্টা ও আলুর মরশুম। উত্তর দিনাজপুর জেলার, বিশেষ করে ইসলামপুর মহাকুমার এই বিস্তীর্ণ এলাকায় ভুট্টা ও আলুর চাষ হয়ে থাকে। সেটারও যেন ভালো দাম পায় কৃষকেরা সেই বিষয়েও সংযুক্ত কিষান মোর্চা দেখবে।