অবতক খবর,১৩ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার সালারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা।
গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের প্রবেশদ্বারে রাস্তার মধ্যে অবস্থিত একটি সাঁকো বেহাল দশায় রয়েছে। যার জেরে প্রতিনিয়ত লেগেই থাকে ছোট ও বড় দুর্ঘটনা। রাস্তার মধ্যে অবস্থিত সাঁকো মেরামতের আর্জি জানানো হয় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারংবার দরবারের মাধ্যমে, অবশেষে স্থানীয় প্রশাসনের কাছে দরবার করে সাঁকো মেরামত না হওয়ায় সোমবার সালারে স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে পথঅবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর সালার থানায় পৌঁছলে সালার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা মেটানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে প্রশ্ন উঠছে, রাজ্যে যখন উন্নয়নের বন্যা বইছে তখন মুর্শিদাবাদের সালারে সামান্য একটি সাঁকো মেরামতের জন্য কেন বারবার হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।