অবতক খবর,রানাঘাট/শান্তিপুর,নদীয়া,১৫ সেপ্টেম্বর: আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট দুয়ারে রেশন প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন, আর পোহাতে হবে না ভোগান্তি।
যদিও বুধবার গোটা রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্প। রানাঘাটে এদিন পাইলট প্রজেক্টের দায়িত্ব প্রাপ্ত রেশন ডিলার অসিত দাস বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন।এদিন রানাঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়।এদিন মূলত রানাঘাট ভট্টাচার্য্য পাড়ায় ও বিশ্বাস পাড়ায় চলে দুয়ারে রেশন পাইলট প্রজেক্টের কাজ দুয়ারে রেশন পেয়ে খুশি সাধারণ মানুষ।দুয়ারে রেশন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে আজ থেকেই শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি। শান্তিপুর গোবর চর এলাকায় এই দুয়ারে রেশন কর্মসূচি পালন করতে দেখা গেল। জানা যায় চলতি মাসের শেষের দিকে হওয়াতে যে পরিবারগুলি এখনো পর্যন্ত রেশন পাইনি তাদেরকেই দুয়ারে রেশন কর্মসূচির মধ্য দিয়ে রেশন পৌঁছে দেয়া হচ্ছে পরিবারগুলির হাতে।