অবতক খবর,১৭ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ- সাত সকালে ঝাড়ু ও কোদাল হাতে পুকুর ঘাট পরিস্কারের কাজে হাত লাগালেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচীর অঙ্গ হিসেবে তাঁর নিজের লোকসভা কেন্দ্রের বাঁকুড়া শহরের লোকপুরের একটি পুকুরে এই কাজ করেন।

বিজেপি সূত্রে খবর, দলের নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ‘আসুন সকলে অন্যের সেবায় নিজেকে যুক্ত করি’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এদিন এই কর্মসূচী শেষে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার উপস্থিত কচিকাঁচাদের সঙ্গে পরিচয় পর্ব সারার পাশাপাশি নিজের হাতে তাদের ক্ষীর খাইয়ে দেন। এমনকি ‘স্বচ্ছ ভারত’ গড়তে তাদেরও অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন।