অবতক খবর,২০ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ- বজ্রপাতে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক অলোক মুখার্জী। সোমবার সকালে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যান তিনি। আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তৃণমূল জেলা সভাপতি।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুরের দমদমা নৌকা ঘাটে বজ্রপাতের ঘটনায় অভিজিৎ দে নামে এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো পাঁচ জন। আহতরা বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিন আহতদের হাসপাতাল থেকে দেখে বেরিয়ে আসার মুখে সাংবাদিকদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক অলোক মুখার্জী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা পরিষেবা নিয়ে খোঁজ নিয়েছেন। আমরা দলীয়ভাবে আহত-মৃতের পরিবারের পাশে আছি। একই সঙ্গে মৃতের পরিবার যাতে দ্রুত সরকারী ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।