আমরা কী,কারা? কবি আত্মপরিচয় খুঁজছেন।পেয়েও গেছেন, বোধহয়।
ভেড়ার বাচ্চা / তমাল সাহা
বাঘটি ডোরাকাটা ছিল।
ক্যাটক্যাটে হলুদ, তার ওপর
লম্বা লম্বা কালো দাগ—
রৌদ্রে উজ্বল দেখাচ্ছিল।
নিশ্চিত রয়্যাল বেঙ্গল টাইগার।
মেষশাবকটি ধবধবে সাদা ছিল,
শান্ত মনে খাচ্ছিল জল
আর জলের ভেতর
নিজের ভাঙা ভাঙা ছবি দেখছিল।
বাঘ হুঙ্কার ছেড়ে বলেছিল,
তোর এত বড় সাহস!
জল ঘোলা করিস?
অত বড় বাঘ, ভয়ানক আওয়াজ—
মেষশাবক একটুও ঘাবড়ায়নি,
ভয় তো দূরের কথা।
বলেছিল, আশ্চর্য!
আপনি এতো বড়ো হয়েও কী বলেন?
জল ঘোলা করে কেউ খায় নাকি!
এই মাথাউঁচু হিমালয়ের দেশে
কাদের যেন
সবকিছু গা-সওয়া হয়ে গিয়েছে
কারা যেন মেষশাবকেরও অধম
শালা!ভেড়ার বাচ্চা।
বাতাস একথা শুনে থমকে যায়।
বলে,এও জানো না?
যারা গলা-বুক দুটোই ফুলিয়ে
সোচ্চারে বলে,
আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জীব—
একদম সাচ্চা, মানুষের বাচ্চা!