অবতক খবর,২২ সেপ্টেম্বর: কাঁচরাপাড়া পৌরসভায় অধিকাংশ মানুষ একটাই অভিযোগ নিয়ে আসেন যে, কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে বলা হয় যে,২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। কিন্তু সাধারণ মানুষের যখন অ্যাম্বুলেন্স এর প্রয়োজন হয় তখন তারা কাঁচরাপাড়া পৌরসভার ল্যান্ড লাইনে ফোন করেন। কিন্তু সেই সময়ে ফোন ধরে নানা রকম অজুহাত দেন।

অধিকাংশ মানুষ অভিযোগ করেছেন যে, তারা ওই ল্যান্ড ফোনের রিসিভার নামিয়ে রেখে দেন। যাতে ফোন করলে ফোন এনগেজ দেখায়।
মানুষ যখন সরাসরি পৌরসভায় অ্যাম্বুলেন্স পরিষেবা চাইতে যান তখন সেখান থেকে বলা হয় গাড়িতে তেল নেই, কখনো বলা হয় ড্রাইভার নেই, আবার কখনো বলা হয় আমাদের এই এরিয়া, সুতরাং আমরা অন্য এরিয়ায় যেতে পারব না।

এইসব শুনে মানুষ সেখান থেকে চলে আসেন এবং অন্যত্র অ্যাম্বুলেন্স খুঁজতে যান।

এই বিষয়টি হয়তো পৌর প্রশাসক সুদামা রায়ও জানেন। কিন্তু যেহেতু অ্যাম্বুলেন্স বিভাগটি অন্য কর্মীরা দেখেন তাই সাধারণ মানুষ সেই কর্মীদের উপরেই সমস্ত ক্ষোভ উগড়ে দেন।

কিছুদিন আগেই এরকমই একজন অ্যাম্বুলেন্স চাইতে পৌরসভায় গিয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
যিনি অভিযোগ করেছেন, তিনি জানান,সেই সময়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার সেখানে ছিল। কিন্তু হয়তো তারা অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষকে দিতে চান না তাই তাকে ফিরিয়ে দিয়েছেন।

পৌরসভা এবং অভিযোগকারীর মধ্যে সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত আমরা সঠিক জানিনা। কিন্তু সূত্রের খবর, ঐদিন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং সাধারণ মানুষের মধ্যে বচসা হয়।
এই বিষয়টি নিয়ে আমরা যখন পৌর প্রশাসক সুদামা রায়ের সঙ্গে কথা বলি, তখন তিনি জানান, বিষয়টি গোচরে এসেছে। সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে শহরবাসীর উদ্দেশ্যে আমরা জানিয়ে দিতে চাই, হয়তো তারা বদমাইশি করে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে‌। কিন্তু আমরা সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি,যাতে বিষয়টি হাতেনাতে ধরা যায়। শহরবাসীকে অ্যাম্বুলেন্স পরিসেবা দিতে একটি নতুন মোবাইল নম্বর দেওয়া হচ্ছে,6292252965, এই নম্বরে ফোন করলে কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে শহরবাসী ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। কোন গুজবে কান দেবেন না। এই নম্বরে ফোন করে আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা নিন। আর যদি কোন অভিযোগ থাকে তবে আপনার সরাসরি আমার কাছে এসে সেই অভিযোগ জানান।

অন্যদিকে সূত্রের খবর, পৌর প্রশাসক সুদামা রায় অ্যাম্বুলেন্স ড্রাইভারকে শোকজ করেছেন।
এর পাশাপাশি এম্বুলেন্সের ল্যান্ডলাইন নাম্বার বাদ দিয়ে মোবাইল নাম্বার চালু করেছেন,6292252965 এই নম্বরে যোগাযোগ করে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সাধারণ মানুষ।