অবতক খবর,২৪ সেপ্টেম্বর: ১৪ দফা দাবির ভিত্তিতে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের অফিসে বিক্ষোভ – ডেপুটেশন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির। এদিন জেলা সভাপতি বিনয় বর্মন, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, বিজেপির যুব ও মহিলা মোর্চা নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
১৪ দফা দাবি গুলির মধ্যে অন্যতম ছিল, চিকিৎসকরা হাসপাতালে কম সময় দিচ্ছেন এবং বেশি সময় দিচ্ছে নিজস্ব ক্লিনিকে। এছাড়াও যে চিকিৎসকের আন্ডারে রোগী ভর্তি হচ্ছেন সেই চিকিৎসক পরবর্তীতে ওই রোগীকে দেখছেন না। এমন একাধিক দাবিতে আজ অর্থাৎ শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে মিছিল করে এসে ডেপুটেশন দিল হাসপাতাল সুপারকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব।
অপরদিকে, বালুরঘাট জেলা হাসপাতাল সুপার পার্থ সারথি মন্ডল জানান, অভিযোগ ঠিক নয়। চিকিৎসকেরা নিয়ম অনুযায়ী কাজ করেন। চিকিৎসা ব্যবস্থা যথাযত রয়েছে। নির্দিষ্ট কোনো অভিযোগ উঠলে তা দেখা হবে।