অবতক খবর,২৫ সেপ্টেম্বর: বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পান্জিপারা থেকে মেঘালয়গামী ১৬ টি গরু সমেত পায়োনিয়ার লাইভ স্টকের একটি লরি আটক করে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে পায়োনিয়ার লাইভ স্টক কোম্পানির ট্রাক থেকে পুলিস ১৬ টি গরু উদ্ধার করে। কোম্পানির কর্মচারী রাজিব রায় বলেন গাড়ি এবং গরু পরিবহনের বৈধ সমস্ত রকমের কাগজ পত্র থাকা সত্ত্বেও রামগঞ্জ ফাঁড়ির পুলিশ আমাদের কোনো কাগজপত্র না দেখে তিন ঘন্টা ধরে গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাখে। বৃহস্পতিবার রাতে গরু সমেত লরি আটক করলেও শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত পুলিশ কোনো কেস না দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ আনেন তিনি। পুলিস সূত্রে জানা গেছে গরু পরিবহনের বৈধ কাগজপত্র নেই। গরু পরিবহনের নিয়ম পালন করা হয় নি। সেজন্যই ট্রাকটি আটক করা হয়েছে। গাড়ির চালক ও খালাসি পলাতক। গরুগুলি পাঞ্জিপাড়া থেকে মেঘালয়া নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্তে পুলিশ।