অবতক খবর,১ অক্টোবর,বাঁকুড়াঃ- নির্মাণকাজ শেষের ছ’ মাসের মধ্যেই জলের তোড়ে ভেঙ্গে গেল লক গেট। পাত্রসায়রের পাঁচ পাড়া গ্রামের ঘটনা। আর এনিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তর্জা।
পাত্রসায়ের ব্লক এর পাঁচ পাড়া গ্রামে দামোদর ও শালী নদীর সংযোগ খালের ওপর মাত্র ছ’ মাস আগে নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি লক গেট তৈরী করা হয়। শুক্রবার সকালে শালী নদীর জলের তোড়ে ভেঙ্গে পড়লো সেই লকগেট ফলে স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা দাবি করছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল লক গেট। আর এই সুযোগে শাসক দলকে বিঁধতে ছাড়ছেনা বিজেপিও। তাদের দাবি, ‘উন্নয়নের নামে ভেজাল চলছে’। ভেজাল না থাকলে শাসক দলের নেতারা খাবে কি বলেও প্রশ্ন তোলেন তারা।
নিম্নমানের সামগ্রী নয়, এর পিছনে ডিভিসির মাত্রাতিরিক্ত জল ছাড়াকেই দায়ী করছে তৃণমূল। তাদের দাবি ঐ লকগেট কেন এই জলের তোড়ের কাছে হার মানতো হাওড়া ব্রীজও।