অবতক খবর,৪ অক্টোবর,বাঁকুড়াঃ- দারকেশ্বর নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে চলেছে জেলার ইন্দাস ব্লকের খটনগর কলোনি এলাকাতে।
বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়। এই গ্রামের মহিলারা বলেন, আমাদের সব জমি চোখের সামনে চলে গেছে। এরপর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিভাবে থাকবো? কি খাবো? সরকারের কাছে বারে বারে বাঁধের জন্য বলা হয়েছে কিন্তু এখনও হল না বাঁধ। এই গ্রামের বাসিন্দারা কৃষির উপর নির্ভরশীল। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভাঙন কবলিত গ্রামের বাসিন্দারা। দ্বারকেশ্বর নদীর ভাঙনের আতঙ্কে গ্রামের কয়েকশো পরিবার ।দ্রুত বাঁধ তৈরি না হলে এই গ্রামের সব জমি জায়গা দ্বারকেশ্বর নদীর গর্ভে তলিয়ে যাবে।
আজ খটনগর কলোনি এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের পরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু পুরো এলাকাটি তারা ঘুরে দেখেন। যেভাবে নদী গ্রাস করছে গ্রামটিকে তাতে সরকারিভাবে যা পদক্ষেপ নেওয়ার সেটি তারা নেবেন মুখ্যমন্ত্রী ও সরকারের কাছে এই বার্তা আমি পৌছে দেব। এই আশ্বাস দিয়ে গেলেন। প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু।