অবতক খবর,বালুরঘাট,৪ অক্টোবর: গাড়ি ভাড়ার বিল না পেয়ে আঞ্চলিক পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বালুরঘাটের গাড়ির মালিকরা। সোমবার আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে কথা বলে বকেয়া বিল না পেয়ে তার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। চলতি বছরের বিধানসভা ভোটের চার মাস পেরিয়ে গেলেও ভাড়া নেওয়া গাড়ির বিল এখনও অধরা থেকে গিয়েছে। যার জেরে কার্যত ক্ষোভে ফেঁটে পড়ছেন মালিকরা। তাদের অভিযোগ, একাধিকবার নির্দিষ্ট দপ্তরে দরবার করলেও তারা খালি হাতেই বাড়ি ফিরছেন। বকেয়া বিল আদায় করতে এদিন তারা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
প্রসঙ্গত, এই বছর এপ্রিল মাসের শেষের দিকে বিধানসভা ভোট হয়েছিল। যেখানে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিভিন্ন কাজের জন্য প্রচুর গাড়ি নেওয়া হয়েছিল। ছোট-বড় গাড়ি মিলিয়ে শতাধিক গাড়ি ভোটের কাছে ভাড়া নিয়েছিল আঞ্চলিক পরিবহন দপ্তর। ভোট পেরোলেই সেই ভাড়ার টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে গাড়ি মালিকরা জানিয়েছেন। কিন্তু ভোট পেরিয়ে প্রায় পাঁচ মাস হতে চললেও সেই বিল মেটানো হচ্ছে না বলে অভিযোগ করছেন গাড়ি মালিকরা।