অবতক খবর,৫ অক্টোবর: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হতে চলেছে। আর সেই সূচনাকালে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর অনুপ্রেরণায় এবং যুব নেতা কমল অধিকারীর সহযোগিতায় কাঁচরাপাড়া ১৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হতে চলেছে ‘নবরূপে মহিষাসুরমর্দিনী’। সন্ধ্যা ছয় ঘটিকায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অঞ্চলের সমস্ত তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
বীজপুরের বুকে এই প্রথম এইরকম একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রকৃত নারীশক্তিকে মা দুর্গা রূপে তুলে ধরা হবে জনসমক্ষে। ঠিক যেমন টিভিতে আমরা মহিষাসুরমর্দিনী দেখি তা এই অনুষ্ঠানে বীজপুরের মানুষ চোখের সামনে দেখতে পাবেন।
অনুষ্ঠান শেষে এখানে সংগীত অনুষ্ঠান এবং গরীব দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হবে।