অবতক খবর,৮ অক্টোবর: বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযান সদস্যদের। পাশাপাশি এদিন মোট ৭ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা।
২০২১ সালের জনগণনায় প্রকৃতি পুজক আদিবাসীদের সারনা ধর্ম কোড লাগু করা, সান্তালি ভাষাকে হিন্দি সহিত ঝাড়খণ্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দেওয়া, ঝাড়খন্ডি ডোমিসাইল আর অন্যান্য সাংবিধানিক কানুন অধিকারকে রক্ষার দাবি সহ একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে দেওয়া হল ডেপুটেশন।