অবতক খবর,বালুরঘাট, ২৭অক্টোবর: কোরোনা আবহের জেরে এবারেও দীপান্বিতা অমাবস্যায় শুধুমাত্র শাস্ত্রীয় মতে পুজো অনুষ্ঠিত হবে বালুরঘাট বুড়াকালী মন্দিরে। পুজোর সময় মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। এছাড়াও পুজোর দিন গুলোতে যাতে মন্দির চত্বরে ভিড় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বালুরঘাট বুড়া কালী পূজা সমিতির বৈঠকে এবারেও এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুড়া কালী পূজা সমিতির সদস্যরা জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা এবং চৈত্র মাসে পূজা অনুষ্ঠিত হয় বালুরঘাট বুড়া কালী মন্দিরে। কোরোনার জেরে গত চৈত্র মাসেও শুধুমাত্র শাস্ত্র মতে পূজা করা হয়েছিল। যেখানে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্ত বা দর্শনার্থীদের। এপারের দীপান্বিতা অমাবস্যায় শুধুমাত্র পুজো অনুষ্ঠিত হবে বালুরঘাট বুড়া কালী মন্দিরে। এছাড়াও করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। অন্যান্যবার বালুরঘাট বুড়া কালীপুজোকে কেন্দ্র করে যেমন উন্মাদনা দেখা যায় বা লক্ষ্য করা যায় তা এবার থাকবেনা।