অবতক খবর,৩১ অক্টোবর: “হাবড়ার জন্য মুখ্যমন্ত্রী যা করে দিলেন ১০০ বছর মমতা বন্দ্যোপাধ্যায় কে মানুষ হাবড়ার মানুষ মনে রাখবেন” রবিবার হাবড়ায় জলমগ্ন এলাকা থেকে জল নিকাশির জন্য বুষ্টিং পাম্পের শুভারম্ভের একটি অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই জানায় জ্যোতিপ্রিয় মল্লিক । দেড় মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন রয়েছে হাবড়া পুরসভার ৭, ৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার ।
গতবছর জলমগ্ন এলাকায় গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জলমগ্ন এলাকার মানুষকে কথা দিয়েছিলেন যে আগামী বছর অর্থাৎ চলতি বছরে জল সমস্যার একটি স্থায়ী সমাধান করা হবে,কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী সেই মতই প্রায় এক বছর বাদে রবিবার ঢাক, কাসর বাজিয়ে যজ্ঞের মাধ্যমে নারকেল ফাটিয়ে বুষ্টিং পাম্প স্টেশনের কাজের সূচনা করেন বনমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক । সোমবার থেকেই কাজ শুরু হবে বলে জানান তিনি ।মন্ত্রীর ও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জলমগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা।