অবতক খবর,৮ নভেম্বর,নদীয়া,কৃষ্ণনগর:- পথ সুরকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কর্মসূচিকে সামনে রেখে কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে এক সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃষ্ণনগর জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন এলাকার উনিশ টি দুর্গাপূজা বারোয়ারী কমিটি।
সেফ ড্রাইভ সেভ লাইফের এর মডেল চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে নিজেদের পূজা মন্ডপ মন্ডপ সজ্জার মধ্য দিয়ে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের পথ সুরক্ষার বিষয়ে সচেতন করে তুলতে তাদের মধ্যে তিনটি পূজা বারোয়ারী কমিটি যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
সোমবার দুপুরে কৃষ্ণনগর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মূলত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বারোয়ারী কমিটি গুলির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক ঈশানী পাল। সরকারের নির্দেশে ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় পথ সুরক্ষা সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা দুর্গাপূজার সময় সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে
এই তিনটি বারোয়ারী কমিটি অগ্রণী ভূমিকা পালন করেছে যার কারণে তাদের পুরস্কৃত করা হলো বলে জানান পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক ঈশানী পাল। পুলিশ সুপার ছাড়াও এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের অন্যান্য আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গন।