অবতক খবর,১১ নভেম্বর: ছট পূজাকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ি শহরে বুধবার বিকাল থেকেই শুরু হয়েছে ছট পুজোর প্রধান আরাধ্য দেবতা সূর্যের আরাধনা। এই পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ভোর থেকে সিউড়ির বিভিন্ন জলাধার যেগুলিতে ছট পুজো করা হয়ে থাকে সেখানে মানুষদের আনাগোনা শুরু হয়।
সিউড়ির কালিবাড়ি এলাকায় এদিন ভোর থেকেই সূর্যদেবের আরাধনায় শামিল হলেন হিন্দি ভাষাভাষীর মানুষেরা। পাশাপাশি একই ভাবে সাঁইথিয়া শহরের ময়ূরাক্ষী নদীতেই ছট পুজোয় শামিল হতে দেখা যায় সাঁইথিয়া শহরের বিভিন্ন এলাকার হিন্দি ভাষাভাষীর মানুষদের।