অবতক খবর,১৪ নভেম্বর: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 16 নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফিরতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান পুরনো ছবি। রাজ্য সরকারের বেঁধে দেওয়া করো না বিধি মেনেই সশরীরে স্কুলে যেতে পারবেন পড়ুয়ারা। অনেকদিন পরে ছাত্রছাত্রীরা ফিরে পাবে সেই ক্লাসরুম, বেঞ্চ, ব্লাকবোর্ড।

কিন্তু দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে স্কুল বিল্ডিং পুরনো হওয়ার জন্য স্কুলের বিল্ডিং এর ছাদ থেকে খসে পড়ছে চাঁঙড় ,শোচনীয় অবস্থা চন্দনপুর আনন্দ পটাশপুর ২ নং ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের। স্কুলের বিভিন্ন ক্লাস রুমের ভেতরে ছাদ থেকে খসে পড়ছে প্লাস্টার।

ফাটল ধরেছে দেওয়ালে।খসে পড়া কংক্রিটের ক্লাস্টার গুলি বেঞ্চের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। স্কুল খুললেই বিপদ।যেকোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর বড় সড়ক দুর্ঘটনা। এমন পরিবেশে স্কুলে পঠন পাঠন সম্ভব নয়। প্রয়োজনে মিডে মিল কক্ষে ক্লাস করানো হবে বলে জানা স্কুল কৃতপক্ষ।