অবতক খবর,১৫ নভেম্বর: বিরশা মুন্ডার ১৪৬তম জন্মদিন, উন্নয়ন শিক্ষা মিলন উৎসব ও স্নাতকোত্তর শিক্ষা সূচনা নিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজনে করা হয়। এদিন বহরমপুরে মনীন্দ্র চন্দ্র পি জি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বাগচি ব্যানার্জি জানিয়েছেন, আগামী কাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন শুরু হবে। এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান, বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, মহম্মদ আলি সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কলেজের অধ্যক্ষগন।