অবতক খবর,১৮ নভেম্বর: গতকাল অর্থাৎ ১৭ই নভেম্বর উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় মধ্যমগ্রামে। সেখানে উত্তর ২৪ পরগণা জেলার সাতটি আরটিএ রুটে সরকারি বাস চালানোর অনুমোদন চাওয়া হয়। অনুমোদন চাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহযোগিতায় ওই সাতটি রুটের বাস আজ এসে পৌঁছায়।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান মদন মিত্রের সহযোগিতায় উত্তর চব্বিশ পরগণা জেলার সাতটি রুটের বাস চলবে আগামীকাল থেকেই। ৩৩/সি{নোয়াপাড়া/দমদম ক্যানটনমেন্ট(প্রমোদ নগর) থেকে এসপ্লানেড} রুটে বাস চলাচল শুরু হবে।১৯শে নভেম্বর বাগদায় এর আনুষ্ঠানিক সূচনা হবে। উপস্থিত থাকবেন উত্তর চব্বিশ পরগণার আরটিএ মেম্বার প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য পরিবহন আধিকারিক এবং নেতৃত্বরা।