অবতক খবর,২০ নভেম্বর: পূর্ব মেদিনীপুর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুই শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের গোবরা গ্রামপঞ্চায়েতের দুই শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে।

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু বিধানসভা ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। বিজেপির ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন ভেস্তে গিয়েছে। আর ভোটের পরই শুরু হয়েছে উল্টো স্রোত। বিজেপি থেকে তৃণমূলে প্রত্যেকদিনই রাজ্যের কোথাও না কোথাও তৃণমূলে যোগদানের খবর আসছে।

এবার রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলা থেকে ২০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে হয়। বিজেপি নেতা কর্মীদের ঘাসফুলের পতাকা তুলে দেন রামনগরের বিধায়ক তথা রাজ্যর মৎস্য মন্ত্রী অখিল গিরি।