অবতক খবর,২০ নভেম্বর,কুলপি:- দীর্ঘ প্রতীক্ষার অবসান রাজ্য সরকারের আর.আই.ডি.এফ তহবিল থেকে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হতে চলেছে কেওড়াতলা থেকে বেলপুকুর ১১৭ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পিচিং রাস্তা।
শুক্রবার এই রাস্তার উদ্বোধন করেন কুলপির বিধায়ক তথা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগরঞ্জন হালদার।
এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবর্ষি মুখার্জি এবং যুগ্ম আধিকারিক তারিফ ইসলাম এবং ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, খাদ্যের কর্মদক্ষ রহিতাশ্ব প্রামানিক, কুল্পি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার সহ কেওড়াতলা, বেলপুকুর ও ঢোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গণ।

জানা যায়, এই রাস্তাটি নির্মাণের ফলে পাঁচটি অঞ্চলের মানুষ ভীষণ উপকৃত হবে। খুব কম সময়ে জাতীয় সড়কে পৌঁছানোর পাশাপাশি প্রত্যন্ত এই এলাকায় কর্মসংস্থানও বাড়বে।

আজ এই উদ্বোধন অনুষ্ঠানে এলাকার উৎসাহিত বাচ্চা থেকে বৃদ্ধ নারী পুরুষের জমায়েত চোখে পড়ার মতো।