অবতক খবর,২০ নভেম্বর: আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য ।যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়।সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

তেমনি আজ শনিবার বারাসাত পূর্বপাড়া স্পোটিং ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি ও বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর দোলন বিশ্বাস। ৩ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে বারাসাত পূর্বপাড়া স্পোটিং ক্লাবের পক্ষ থেকে করোনাকালে মানুষের যাতে কোনো অক্সিজেনের অভাব না ঘটে তার জন্য চারটি অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী। এছাড়াও আজ প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন।