অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,২০ শে নভেম্বর: আজ ত্রিপুরায় পা রাখলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ববি হাকিম। তাকে স্বাগত জানাতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে হাজির হন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীরা। ববি হাকিম পশ্চিমবঙ্গের বিজেপি দলের সহ-সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন তাকে বিজেপি সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাকে এখন বিশ্রাম নিতে হবে। কিন্তু ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশ্রাম করবে না। তিনি আরও জানান তৃণমূল কংগ্রেস ত্রিপুরা সহ সারা ভারতবর্ষ জয় করবে।