অবতক খবর,২৬ নভেম্বর: আজ বহরমপুরে মহকুমা শাসকের নিকট ১৪ দফা দাবি নিয়ে তিনটি গণসংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। আজ ২৬ শে নভেম্বর ,ঠিক এক বছর আগে আজকের দিনে কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল এবং অত্যাবশ্যকীয় আইন বাতিল করে নতুন কৃষি আইন সংসদে পাস করেছিল তার বিরুদ্ধে দেশের ৫০০ টি সংগঠন তারা অবস্থানে বসেছিলেন। আজ এই দিনে এক বছর পূর্ণ হল।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছে কিন্তু এখনো পর্যন্ত আইন সংসদে এটি প্রত্যাহার করা হয়নি। লোকসভা এবং রাজ্যসভায় দুটি অধ্যায় এটি প্রত্যাহার করতে হবে বলে জানান হয় । আজকের এই মিছিল থেকে তিনি বলেন আমরা শুনেছি শীতকালীন অধিবেশনে রাজ্যসভা এবং লোকসভায় এই বিল নিয়ে আসবে ।
কিন্তু এই এক বছরে ৭৫০জন কৃষক এই লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। এই শহীদদের পরিবারদের জন্য কোনরকম ক্ষতিপূরণ এখনো কেন্দ্রীয় সরকার ঘোষণা করেননি ।এইসব দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করছেন তিনটি গণ সংগঠনের মাধ্যমে বলে জানান সি আই টি ইউ মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ,মোঃ নিজামুদ্দিন,