অবতক খবর,২৭ নভেম্বর: বাঙালী উৎসব প্রেমী।সব ধরণের উৎবেই মেতে উঠে। আগ্রান মাসের প্রথম শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বোল্লাকালী পূজার আয়োজন হয়।তেমনি উত্তর দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্ত কালিয়াগঞ্জ ব্লকের মীর্জাপুর গ্রামে ১৪ হাত বোল্লাকালী পূজার আয়োজন করা হয়।
এবছর ১৩ তম বর্ষে পদার্পণ করলো।এদিন রাতে বোল্লাকালীর পূজার সূভ সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।প্রতিবছর যাকজমক ভাবে পূজার আয়োজন করা হয়।কিন্তু করোনা বিধি মেনে নিষ্ঠা সহকারে পূজার আয়োজন করা হয়েছে।পুজাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে।বিধায়কের সাথে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, ipac এর উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক ভলেন্টিয়ার সুভ্রপ্রতিম রায় সহ অন্যান্যরা।