অবতক খবর,২৮ নভেম্বর,জলপাইগুড়ি: সারের কালোবাজারির অভিযোগ তুলে রবিবার সকাল ৮ টা থেকে ১০.৩০ প্রায় দেড় ঘটনা ধূপগুড়ির কালীরহাট-ডাউকিমারী রোডের ছোটকালী এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, আলু চাষের রাসায়নিক সারের কালোবাজারির চলছে নির্দিষ্ট মূল্যের সারের দামের উপর অধিক মূল্যের দাম দিয়ে রাসায়নিক সার কিনতে হচ্ছে। কৃষকদের দাবি, এর ফলে সমস্যায় পড়ছেন কৃষকরা।
কৃষকরা এদিন দাবি করেন ততক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে এর সুরহার আশ্বাস মিলবে ততক্ষন তারা পথ অবরোধ করে যাবেন। প্রসঙ্গত উল্লেখ যে গতকাল একই অভিযোগ এর ভিত্তিতে ধুপগুড়ির রাজপথে পথ অবরোধ কর্মসূচি করেন কৃষকরা। রীতিমতো কৃষি দফতরের তরফে বিভিন্ন কালোবাজারর সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মজুত সারের গোডাউনে হানা দিয়ে কৃষকদের ন্যায্যমূলে সার দেবার আশাস দেয় কৃষি আধিকারিক। কিন্তু সরকারি নির্দেশিকার তোয়কক্কা না করেই চলছে কালোবাজারি।তাই এদিন ফের পথ অবরোধে সামিল হয় কৃষকরা। ঘটনাস্থলে ধুপগুড়ি পুলিশ মোতায়েন করা হয় এবং দীর্ঘক্ষণ আলাপের পরে আন্দোলন তুলে নেওয়া হয় প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে।