অবতক খবর,২ ডিসেম্বর: ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজারশহরের বি এস এন এল টেলিফোন অফিস সংলগ্ন এলাকায় এক স্বর্নদোকানে বুধবার রাত্রিবেলায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। বৃহস্পতিবার সকালবেলায় চুরির বিষয়টি জানতে পারে দোকানের মালিক সহ পাশ্ববর্তী অন্যান্য দোকানদাররা।
ঘটনা জানাজানিরপর চুরির বিষটি শান্তির বাজার থানায় জানানো হয়। এই চুরিকান্ডসম্পর্কে দোকানের মালিকের সঙ্গে কথাবলে জানাযায় দোকানথেকে আনুমানিক দের লক্ষটাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। রাত্রিবেলায় শান্তির বাজারে পুলিশটলহদারি নিয়ে প্রশ্ন জাগছে লোকমনে। পুলিশ সঠিকভাবে টহলদারি দিয়ে থাকলে চুরির করার সাহস পেতো না নিশিকুটম্বের দল এমনটাই অভিমত স্থানীয় ব্যাবসায়ীদের। চুরির ঘটনারপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছেন। এখন দেখার বিষয় এই চুরিকান্ডের সাথে জরিত লোকজনদের চিহ্নিতকরতে ও চোরদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।