অবতক খবর,৩ ডিসেম্বর: মুর্শিদাবাদের সুতির দুই নম্বর ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলামের উপর অনাস্থার জন্য সমস্ত নথি জমা পড়ে ২২শে নভেম্বর।সমস্ত নথি ওপর ভিত্তি করে আজ ভোটাভুটি করা হয় উমরাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।এই পঞ্চায়েতে মেম্বার সংখ্যা ১৭জন।

১৭জন মেম্বারের মধ্যে উপস্থিত ছিল ১৬ জন মেম্বার,১৬জন মেম্বার কে নিয়ে করা হয় এই নির্বাচন।নির্বাচন সম্পূর্ণ হলে দেখা যায় অপসারণের বিপক্ষে১৬ ও অপসারণের পক্ষে ০ রেজাল্ট ঘোষণা হয়।অর্থাৎ পুনরায় উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বহাল থাকেন রফিকুল ইসলাম,পুনরায় প্রধান হয়ে জয় যুক্ত হওয়ায় সকল সদস্য ,নেতৃবৃন্দ ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন, তারই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল আদর্শকে মেনে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের জন্য উন্নয়নে নিযুক্ত হব বলে জানান প্রধান রফিকুল ইসলাম।