অবতক খবর,৬ ডিসেম্বর,বাঁকুড়াঃ- ঘূর্ণীঝড় ‘জাওয়াদে’র প্রভাবে নিম্নচাপজনিত বৃষ্টিতে চাষাবাদে ব্যাপক ক্ষতি বাঁকুড়ার পাত্রসায়েরের পাঁচপাড়া চর গোবিন্দপুর বেলুট গোবিন্দপুর এবং ইন্দাসের জাগলদ্বীপ, খটনগর, ফতেপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ধানের পাশাপাশি এলাকার অন্যতম অর্থকরী ফসল আলু লাগানোর কাজ চলছিল জোরকদমে। তার মাঝেই এই ‘অকাল বৃষ্টি’তে বিঘার পর বিঘা আলু আর সরষে চাষের জমি জলের তলায়। সঙ্গে মাঠে পড়ে রয়েছে পাকা ধান। সব মিলিয়ে ক্ষতির মুখে পড়ে মাথায় হাত অসংখ্য সাধারণ কৃষিজীবি মানুষের।
ইন্দাস এবং পাত্রসায়ের ব্লক এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেল, সদ্য লাগানো আলুর জমি জলে ভাসছে। মাঠের ধান বাড়িতে তোলার আগেই তা জলের তলায়।