অবতক খবর,৬ ডিসেম্বর: হালিশহর সরকার বাজার হালিশহরের অন্যতম একটি ব্যস্ততম অঞ্চল। কিন্তু এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের একটি অভিযোগ যে, অল্প বৃষ্টি হলেই সেখানে হাঁটু সমান জল জমে যায়। তাতে অঞ্চলের অধিবাসী তথা ক্রেতা-বিক্রেতাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। সে কারণেই ওই অঞ্চলের কিছু মানুষ হালিশহর পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন।
তারা সেখানে লিখেছেন,এর আগেও সোশ্যাল মিডিয়া মারফত এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি এবং সমস্যার সমাধান হয়নি। তাই প্রতিবারের ন্যায় এবারও তারা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে হালিশহর পৌরসভারকে এই সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন।
বর্ষাকাল তো বটেই,এমনকি প্রাকৃতিক দুর্যোগ আম্ফান,যশ আর এখন জাওয়াদের নিম্নচাপের জেরে দুদিন ধরে যে বিরামহীন বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে জলমগ্ন গোটা এলাকা। এই সমস্যার দ্রুত সমাধান হলে ওই অঞ্চলের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলে জানিয়েছেন সেখানকার অধিবাসী এবং ব্যবসায়ীরা।