অবতক খবর,৮ ডিসেম্বর: গত দুইদিনের অকাল বর্ষায় শান্তির বাজার মহকুমার কৃষকরা ব্যাপকহারে ক্ষতিগ্রস্থহয়েছে। মঙ্গলবার কৃষকদের ক্ষতির পরিমান পরিদর্শনে বেরহয় বগাফাকৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস ও বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস।
উনারা সকালবেলা থেকে পরিদর্শনে বের হয়ে কৃষকদের সমস্যার কথাশুনেন। পরিদর্শন চলাকালিন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধয়ক সুজিত কুমার দাস জানান যেসকল কৃষকদের ফসল বীমা রয়েছে তাদেরকে বীমার টাকাপাইয়েদেওয়ার ব্যাবস্থাকরাহবে তারপাশাপাশি যাদের ফসল বিমা নেই তাদেরকেও সাহায্যের প্রচেষ্টা চালানোহবে বলে জানান। কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস সকল কৃষকদেরকে ফসল বীমা করানোর জন্য এগিয়েআসতে বিশেষ আহব্বান জানান।
পরিদর্শনকালে বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস জানান কৃষকদের ক্ষতিপূরনের দাবিতে রাজ্যসরকারের নিকট আবেদন করাহবে। অকাল বর্ষায় ক্ষতিগ্রস্থ কৃষকরা চাইছে উনাদের এই দুঃসময়ে কৃষিদপ্তর যেন উনাদের পাশে দারায়। আজকেরদিনে কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস ও বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাসকে কাছেপেয়ে খোবই খুশি কৃষকরা। উনাদের কাছেপেয়ে কৃষকরা কিছুটা আশার আলো দেখছে।