অবতক খবর,১৬ ডিসেম্বর: বাংলার একটিও মানুষ যাতে করোনা টিকা থেকে বঞ্জিত না হয় সেই কারণে রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে দুয়ারের সরকারের পর দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী শুরু হয়েছে।সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী শুরু হলো।
এই বিষয়ে পুর প্রশাসক শচীন সিংহরায় জানান,একটিও মানুষ যাতে করোনা টিকা করণ থেকে বঞ্চিত না হয় সেই রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী শুরু হল কালিয়াগঞ্জ পুর এলাকায়।যেসব পুর বাসিরা বিভিন্ন কারণ বসতো ভ্যাকসিন নিতে পারেনি সেই সব পুর এলাকার স্বাস্থ্য কর্মীরা চিহ্নিত করে তাদের এলাকায় গিয়ে ভ্যাকসিন প্রদান করা হবে।পুরসভার এই উদ্যোগে খুশি পুর নাগরিকেরা।