অবতক খবর,১৬ ডিসেম্বর: আজ ১৬-ই ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাব্রুমের ছোটখিল বিএসএফ ক্যাম্পে 109- NO BN. BSF-র উদ্যোগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের হানাদার থেকে বাংলাদেশকে মুক্ত করতে যে সমস্ত ভারতীয় বিএসএফ জওয়ানরা অবদান ছিলো তাদের পরিবারের লোকজনদের নিয়ে এবং যুদ্ধ চলাকালীন এই ক্যাম্পে পাকিস্তানি হানাদাররা ক্যাম দেখেই বোমা নিক্ষেপ করেন।

আর ঐ সময় বোমা নিক্ষেপে 92-NO BN. BSF-র আলফা কোম্পানির হেড কনস্টেবল যশোবন্ত রতনের শহীদ হন। আজ সকাল দশ ঘটিকার সময় এই ছোটখিল বিএসএফ ক্যাম্পে এলাকার স্কুলের ছোট-ছোট কচিকাঁচা ও এলাকার সচেতন নাগরিকদের একসাথে নিয়ে কিভাবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বিএসএফ সৈনিকরা নাগরিকরা কিভাবে যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধ করেছেন সেগুলি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে দেখানো হয়েছে। শুরু হওয়ার আগে শহীদের স্মৃতিতে ফুল দিয়ে স্মরণ করেন।

আজ এই প্রোগ্রামে সাব্রুমের পোস্ট অফিস সংলগ্ন এলাকার বসাকপাড়ার বাসিন্দার তথা 90-NO BN. BSF-র প্রাক্তন বিএসএফ জোয়ান খোকন বসাকে সংবর্ধনা দেওয়ার কথা ছিলো, কিন্তু উনার শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারে নাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 109-NO. BN BSF -র কোম্পানির ডেপুটি কমান্ডেন MR. D. S. RAWAT ,
Officating COY Commander Insp Kumar Dhiraj , বিশিষ্ট সমাজসেবী নারায়ন দে , অনিল চন্দ্র দাস ও আরো অন্যান্য ব্যক্তিবর্গরা।