অবতক খবর,১৮ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর সংস্কৃতির শহর বলে পরিচিত। দীর্ঘ দুই বছর ধরে করোনা সংকটের জেরেএই শহরে সংস্কৃতির চর্চা বন্ধ ছিল বললেই চলে। রাজ্যজুড়ে করোনার পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই বালুরঘাট শহরে আবার সংস্কৃতির চর্চা শুরু হয়েছে।
সেইমতো শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর এর আর্ট গ্যালারিতে আর্টিস্ট ফ্যামিলি ও ক্রিয়েটিভ আর্ট একাডেমীর যৌথ উদ্যোগে শুরু হলো ছবি মেলা। এই ছবি মেলা চলবে আজ ও আগামীকাল। এই ছবির মেলাতে চিত্র প্রদর্শনী, ভাস্কর্য, আলোকচিত্র প্রদর্শনী চলছে। এই ছবি মেলা উপলক্ষে বালুরঘাটের সংস্কৃতিপ্রেমী মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে।