অবতক খবর,২০ ডিসেম্বর,বাঁকুড়া : আত্মঘাতি আলুচাষী কোতুলপুরের বালিঠ্যা গ্রামের তাপস কোটালের পরিবারকে দলে টানতে মরিয়া তৎপর শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি।
প্রসঙ্গত, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অকাল বর্ষণের ফলে ক্ষতির সম্মুখীন হন আলু চাষীরা। এই অবস্থায় ঋণ নিয়ে আলু চাষ করা বালিঠ্যা গ্রামের তাপস কোটাল আত্মহত্যা করেন বলে পরিবারের তরফে দাবি করা হয়। এই অবস্থায় ঐ পরিবারের পাশে দাঁড়ায় সিপিআইএম। এই বিষয়ে স্থানীয় বিডিওর কাছে ক্ষতিপূরণের আবেদন জানান তাঁরা । এর পরেই বিজেপি নেতৃত্ব মৃত তাপস কোটালের বাড়িতে গিয়ে হাজির হন।
স্থানীয় বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের দাবি মৃত ওই কৃষক পরিবার বিজেপি সমর্থিত পরিবার । মৃত কৃষক তাপস কোটাল বিজেপির বুথ সভাপতি ছিল । তৃণমূল যখনই শুনেছে শুভেন্দু আসছে তাপস কোটালের বাড়িতে তখনই তৃণমূল জোর করে ভয় দেখিয়ে তার পরিবারকে তৃণমূলে যোগদান করিয়েছে ।
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন তাপস কোটাল সর্বদা তৃণমূল কর্মী ছিল তার পরিবার সর্বদা তৃণমূল সমর্থিত ছিল, আর এটা নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ।