অবতক খবর,২০ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পের আওতায় গত 1 তারিখ থেকে ইসলামপুর পুলিশ জেলায় বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে তার মধ্যে এই জেলার বিভিন্ন থানার ক্লাব গুলোর মধ্যে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো তিস্তা পল্লী মাঠে।
এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইসলামপুর মিলন পল্লী ইলেভেন স্টার ও ডালখোলা সেন্ট জেভিয়ার্স এই খেলায় 2-0 গোলে যেতে মিলন পল্লী ইলেভেন স্টার। ইতিহাস এই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল আইজি ডিপিসি সিং আইজি রায়গঞ্জ রেঞ্জ অনুপ জেসওয়াল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার সহ অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রতি ও পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও সমাজ সেবিকা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই ফাইনাল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।মন্ত্রী গোলাম রব্বানী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অজস্র ধন্যবাদ আমরা ভাবতাম কবে জেলা হবে ইসলামপুর পুলিশ জেলা করেছেন এটি তৃতীয় বর্ষের ফুটবল খেলা সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের তার জন্য তিনি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক শচীন মক্কর কে ধন্যবাদ। জ্ঞাপন করেন ও আইজি নর্থ বেঙ্গল দেবেন্দ্র প্রকাশ সিং বলেন এই নিয়ে তৃতীয় বর্ষ এই খেলা অনুষ্ঠিত হচ্ছে যার জন্য ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার কে ধন্যবাদ করেন।আই জি বলেন ফুটবল খেলা ফিটনেসের দরকার দেখে মনে হচ্ছে প্লেয়ারদের ফিটনেস আছে।
তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে এগিয়ে এবং আরো বেশি ইনভার করার কথা বলেন সেই মতো আমরা পুলিশের পক্ষ থেকেও যুব সমাজকে আরো বেশী ব্যবহার করি তাতে সমাজের উপকার।