অবতক খবর,২৮ ডিসেম্বর: কৃষি বিপণন মন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণের পর মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছিলেন বালুরঘাটে তিনি একটি সুফল বাংলা স্টল খুলবেন। এখান থেকে সারা রাজ্যের মত সরকারি ন্যায্যমূল্য সুফল বাংলা স্টলে যে সমস্ত সামগ্রী পাওয়া যায় সমস্ত কিছুই পাওয়া যাবে সরকারি ন্যায্যমূল্যে। সেইমতো আজ বালুরঘাট শহরে সুফল বাংলা স্টল তৈরীর লক্ষ্যে তিনটি জায়গা পরিদর্শন করেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র।

বালুরঘাট শহরের ট্রাংক মোড় এলাকার একটি দোকান , সাহেব কাচারী এলাকার একটি দোকান পরিদর্শন করবার পর বালুরঘাট বাস স্টান্ড চত্বরে এসে বালুরঘাট মিনি মার্কেট এলাকায় একটি ঘর পছন্দ করেন কৃষি মন্ত্রী বিপ্লব মিত্র। জানা গেছে অতি দ্রুত সেই ঘরে রাজ্য কৃষি বিপনন দপ্তর এর পক্ষ থেকে তৈরি করা হবে সুফল বাংলা স্টল।

যেখান থেকে রাজ্যের মত সরকারি ন্যায্যমূল্য চালডাল সহ সুফল বাংলা স্টলে সমস্ত সামগ্রী পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যাবে । আজ এই পরিদর্শনে মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাস গুপ্ত সহ অন্যান্যরা।