অবতক খবর,৩১ ডিসেম্বর: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টার মধ্যে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১৫ জন। এর আগে এই সংখ্যাটা ঘোরাফেরা করত ৫০ থেকে ৬০জনের মধ্যে।কিন্তু হঠাৎ আক্রান্তের সংখ্যা এত বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক মহলে। বিশেষ করে শহর লাগোয়া যে অঞ্চল বিধান নগর এবং দমদম সেখানেই আক্রান্ত সংখ্যা বেশ বেশি।
বর্তমানে উত্তর ২৪ পরগনায় দুটি হসপিটালে করোনা রোগীদের ভর্তি করানো হচ্ছে। একটি সি, এম ,সি আই, অপরটি সাগর দত্ত। কিন্তু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগের যে হসপিটাল গুলো করোনার চিকিৎসা হতো ,সেই হসপিটাল গুলিকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।এমনকি যে সেভেন গুলো চালু করা হয়েছিল, সেগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেইমতো বিভিন্ন জায়গায় ঘুরে জেলাশাসক এলাকার প্রশাসন ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলছেন।